ওবায়দুল কাদের ও সাবেক ডিবিপ্রধান হারুনের গ্রে’প্তারের বিষয়ে যা জানাল র‍্যা’ব

দেশের বিভিন্ন জায়গায় হত্যা মা’মলাসহ বিভিন্ন মা’মলার আ’সামিদের গ্রে’প্তারে র‍্যাবের কাজ চলমান আছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা’ব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকেও গ্রে’প্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

এখন পর্যন্ত ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুন অর রশীদের মতো বিতর্কিতদের গ্রে”ফতার করতে পারেনি র‍্যাব।

তাদের গ্রে”ফতারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে মুনীম ফেরদৌস বলেন, র‌্যা”ব এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রে”প্তার করেছে। তাদের বিষয়েও আমাদের কাজ চলছে। তথ্য পেলেই সবাইকে গ্রে”প্তার করা হবে।
পু’লিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এ’জাহারভু’ক্ত আ’সামি।

‘র‍্যাবের মধ্যে এমন কেউ আ’সামি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের র‍্যা’বের কোনো সদস্য পা’লিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র‍্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। র‍্যাবে আটটি বাহিনী থেকে সদস্য আসে। র‍্যাবের ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় ৪৪ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে। আমাদের কোনো সমস্যা ছিল না।

গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত র‍্যাব এক হাজার ৭০ জনকে আ’টক করেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের ৩৯ জন রয়েছেন। পাশাপাশি অ”স্ত্র হাতে ছাত্র-জনতার ওপর গুলির ঘ’টনায় ১৫ জনকে আ’টক করা হয়েছে। যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Visited 17 times, 1 visit(s) today