(১০০% ব্যাখ্যাসহ) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ | ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

আজ এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর  এর ১০০% ব্যাখ্যাসহ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ যেখানে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব।

আমি অন্যান্য পোস্টে বিসিএস সহ অনেক সরকারি চাকরির প্রশ্ন সমাধান আলোচনা করেছি।

এক নজরে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

পদ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

সময়: ৯০ মিনিট

তারিখ: ১৬/০৩/২০২৪

পূর্ণমান: ৭০

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

 

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

নিম্নে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ তুলে ধরা হলো।

বাংলা এর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

এখানে আপনাদের জন্য ১০০% ব্যাখ্যাসহ বাংলা বিষয়ে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ পেশ করা হলো।

সরকারি/ বেসরকারি চাকরিতে ভালভাবে প্রস্তুতি নিতে আমি আপনাদের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত সাজেশন আলোচনা করেছি।

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) গতানুগতিক = গত + অনুগতিক

খ) শুদ্ধোদন = শুদ্ধ + ওদন

গ) প্রত্যুষ = প্রতি + ঊষ

ঘ) ক্ষুৎপিপাসা = ক্ষুধ+ পিপাসা

ঙ) দুর্গতি = দুঃ + গতি

২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) ঘরমুখো= ঘরের দিকে মুখ যার- বহুব্রীহি সমাস

খ) পঙ্কজ = পক্ষে জন্মে যা – বহুব্রীহি সমাস

গ) একগুঁয়ে = এক গুঁয়ে স্বভাব যার – বহুব্রীহি সমাস

ঘ) যুধিষ্ঠির = যুদ্ধে স্থির যে – অলুক সমাস

ঙ) মুখচন্দ্র = চন্দ্র রূপ মুখ -কর্মধারয় সমাস

এছাড়াও অডিটর পদের প্রশ্ন সমাধান ২০২৪ | অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ১০০% সমাধানের জন্য এখানে দেখতে পারেন।

৩। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:

ক) শরতের শিশির = সুসময়ের বন্ধু/ ক্ষণস্থায়ী- সুসময়ে অনেকেই শরতের শিশির হয়, কিন্তু অসময়ে কেউ কারো নয়।

খ) পাথরে পাঁচকিল = অদৃষ্ট সুপ্রসন্ন- আমার সকল সন্তান এখন সরকারি চাকরি পেয়েছে তাই এখন আমার পাথরে পাঁচকিল।

গ) ঝাঁকের কৈ = এক দলভুক্ত- বিশেষ করে ঝাঁকের কৈদের সাথে তর্ক করে পাওয়া যাবেনা।

ঘ) অকাল বোধন = অসময়ে আবির্ভাব- অকাল বোধন হলে নিজের ভাগের জিনিস পাওয়া যায়না।

ঙ) কাক ভূষণ্ডি = সম্পূর্ণ ভেজা- শরীরটা কাক ভূষণ্ডি হয়ে অনেক ঠান্ডা লেগেছে।

এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর: {Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

{Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
{Updated-2024} এইচএসসি বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

৪। এক কথায় প্রকাশ করুন:

ক) হনন করার ইচ্ছা = জিঘাংসা

খ) যা বলা হয়নি = অনুক্ত

গ) যার অন্য কোন উপায় নেই= অনন্যোপায়

ঘ) যে কন হিংস্র জন্তুতে পরিপূর্ণ= শ্বাপদসংকুল

ঙ) যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার

ইংরেজি এর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

এখানে আপনাদের জন্য ১০০% ব্যাখ্যাসহ ইংরেজি বিষয়ে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ পেশ করা হলো।

৫। Write the verb form of the following words:

Word Verb form
Mourning Mourn
Spirit Spirit
Terror terrorize
Type Type
Vitality Vitalize

৬। Change the gender of the following words:

Given gender Opposite gender
Priest Priestess
Actor Actress
Buck-rabbit Doe-rabbit
Duke Duchess
Milkman Milkmaid

 

৭। Change the following sentences as instructed:

a) You should do the work. (Imperative)

Ans: Do the work

b) He plays football. (Imperative)

Ans: Let him play football.

c) I know him. (Complex)

Ans: I know who he is.

d) Nobody likes him. (Interrogative)

Ans: Who likes him.

e) Everything in the shop was costly. (Negative)

Ans: Nothing in the shop was cheap.

৮। Change the voice:

a) There are lots of things to do.

Ans: There are lots of things to be done.

b) I know him.

Ans: He is known to me.

c) You can do it.

Ans: It can be done by you.

d) Is he eating fruit?

Ans: Is fruit being eaten by him?

e) Let her sing a song.

Ans: Let a song be sung by her.

গণিত এর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

এখানে আপনাদের জন্য ১০০% ব্যাখ্যাসহ গণিত বিষয়ে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ পেশ করা হলো।

৯। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২,৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ২১ মি. + (২+২) মি. = ২৫ মি.

প্রস্থ ১৫ মি. + (২+২) মি=১৯ মি.

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল (২৫ x ১৯) বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার

রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল (২১ x ১৫) বর্গমিটার = ৩১৫ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার

ঘাস লাগানোর মোট খরচ (১৬০ × ২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা

উত্তর: ৪৪০ টাকা।

১০। a+1/a=2 হলে, দেখাও যে, a3 + 1/a3 =a4 + 1/a4 

সমাধান দেওয়া আছে, a+1/a=2

বামপক্ষ = a2 + 1/a2

=(a+1/a)2-2.a.1/a  

= 22-2

=2

ডানপক্ষ = a4 + 1/a4 

= (a2)2 + (1/a2)2 

= (a2+1/a2)2 – 2.a2 1/ a2

= {(a+1/a)2 – 2.a. 1/ a}2-2

= (22-2)2 -2

= (4-2)2-2

= 2

অতএবঃ বামপক্ষ=ডানপক্ষ (প্রমাণিত)

১১। একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনাটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত?

সমাধান

300

20 মি

মনে করি, গাছের উচ্চতা AB= h মিটার। পাদবিন্দ B থেকে 20 মিটার দূরের অপর একটি বিন্দু C. তাহলে BC = 20 মি.। C বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ ∠ACB= 30°

এখন, ∆ABC-এ tan30°=AB/BC

বা, 1/ 3=h/20

বা, হ= ২০/ 3

h= 11.55

মিনারটির উচ্চতা 20 অথবা 11.55 মিটার।

উত্তর: 11.55 মিটার।

সাধারণ জ্ঞান থেকে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪

এখানে আপনাদের জন্য ১০০% ব্যাখ্যাসহ সাধারণ জ্ঞান বিষয়ে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান ২০২৪ পেশ করা হলো।

১২। সংক্ষেপে উত্তর লিখুন:

ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে?

উত্তর: আবুল খায়ের

খ) ভূমি উন্নয়ন কর আইন,২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে?

উত্তর: ২৫ বিঘা

গ) বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?

উত্তর: Tong Tong

ঘ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৫ মার্চ

ঙ) বাংলাদেশ ডেল্টা প্ল‍্যান-২১০০ এর প্রধান লক্ষ্য লিখুন।

উত্তর: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা

চ) কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?

উত্তর: ৬০ ডেসিবল

ছ) বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন।

উত্তর: ভেড়ামারা, কুষ্টিয়া

জ) QR Code এর পূর্ণরূপ লিখুন।

উত্তর: Quick Response code

ঝ) একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন।

উত্তর: বিটকয়েন

ঞ) বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করেছে।

উত্তর: ঘাট গম্বুজ মসজিদ।

ট) ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ সম্পর্কে তিনটি বাক্য লিখুন।

ঠ) সবুজ অর্থনীতি কী?

উত্তর: পরিবেশের কোন ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে সবুজ অর্থনীতি।

ড) মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?

উত্তর: জাগ্রত চৌরঙ্গী

ঢ) ‘সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য’- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তর:২১ (১)

ণ) ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশীর নাম লিখুন।

উত্তর: করভি রাখসান্দ

Visited 462 times, 1 visit(s) today

Leave a Comment