সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পা’লানো নিয়ে যা জানাল বিজিবি

ছাত্র-জনতার অ’ভ্যুত্থানের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পা’লিয়েছেন। তবে তারা কীভাবে কোন সীমান্ত দিয়ে পা’লিয়েছেন তা জানে না বিজিবি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, তালিকাভুক্ত বৈ’ষম্যবিরোধী ছাত্র আ’ন্দোলনবি’রোধী ২২ অ্যাকটিভিস্টকে গ্রে’প্তার করেছে বিজিবি। দেশ থেকে পা’লানোর ঘ’টনায় বিজিবির দায় আছে। তো শুধু কি বিজিবিই দায়বদ্ধ? কোন সীমান্ত দিয়ে কে পা”লিয়ে গেছেন তা অবশ্যই ত”দন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছা’ড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘সীমান্তপথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন’ বলে গত ৬ আগস্ট আপনারা টিভিতে যে স্ক্রল দেখেছেন এই নির্দেশনা বিজিবিকে কেউ দেয়নি। নিজ উদ্যোগে করেছি, তখন থেকে আমরা চেষ্টা করছি। যেসব সংস্থা তথ্য দেওয়ার আছে তারাও যদি তথ্য দেন, তাহলে কাজটা সহজ হয়।

মে”জর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সবাই পা’লিয়ে গেছে বলে আমার মনে হয় না। দেশের মধ্যেও অনেকে আ’ত্মগো’পনে আছেন। কারণ, খবর আসে ইয়াবা ব্যবসায়ী বদি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু তিনি শীতাকুণ্ড থেকে গ্রে’প্তার হয়েছেন। একদিক দিয়ে পা’লানোর চেষ্টার খবর রটিয়ে অনেকে অন্য দিক থেকে পা’লানোর চেষ্টা করছেন।

সাংবাদিকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা পালানো রোধে ব’দ্ধপরিকর। ব্য’বস্থা নেবো।

Visited 12 times, 1 visit(s) today