রাজধানীতে সন্ত্রাসী হা’ম’লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক আ’হত

রাজধানীতে স’ন্ত্রাসী হা’মলায় দৈনিক যুগান্তরের সহসম্পাদক সাংবাদিক গাজী সাদেক আ’হত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকার প্রগতি সরণি সড়কের কুড়িল বিশ্বরোড় এলাকায় প্রগতি ফিলিং স্টেশনের সামনে এ ঘ’টনা ঘ’টে। হা’মলায় আ’হত সাদেক প্রাথমিক চি’কিৎসা শেষে রাত সাড়ে ১২টায় ভাটারা থা’নায় একটি অ’ভিযোগ করেছেন। অ’ভিযোগ সূত্রে জানা যায়, গাজী সাদেক কাজ শেষে কর্মস্থল থেকে শুক্রবার রাত পৌনে ৯টায় বের হন। বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশে কুড়িল বিশ্বরোড় এলাকার প্রগতি ফিলিং স্টেশনের সামনে

ফ্লাইওভারের মাথায় রাত সোয়া ১০টায় গাড়ির জন্য অপেক্ষা করেন। এ সময় মোটরসাইকেলযোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন। ফ্লাইওভার দিয়ে উল্টো পথে আসা সিএনজিচালিত অটোরিকশাযোগে (সম্ভবত নাম্বার: গাজীপুর-১২-২২৫২) ৪/৫ জন অ’জ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গ’তিরোধ করে এবং মো’টরসাইকেল ছি’নিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েক পথচারী এ ঘ’টনার প্র’তিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘ’টনাস্থল ত্যা’গ করতে সহায়তা করেন। মোটরসাইকেল আরোহী চলে গেলে

সাদেকের সঙ্গে থাকা পথচারীরাও গাড়িতে উঠে পড়েন। সঙ্গে সঙ্গে ওই সিএনজি থেকে চালকসহ তিন যাত্রী নেমে সাদেককে একা পেয়ে অ’স্রাব্য ভাষায় গা’লাগাল করে। এ’লোপা’তাড়ি কি’লঘু’ষি ও রড় দিয়ে পি’টিয়ে তাকে আ’হত করে। এ সময় আরেক পথচারী ঘ’টনার ভিডিও শুরু করলে হা’মলাকারীরা সাদেককে হু’মকি দিয়ে তার মানিব্যাগ নিয়ে পা’লিয়ে যায়। হা’মলায় সাদেকের বাঁ হাত, মাথা ও পিঠে নালি ফোলা জখম হয় এবং তার চশমা ভে’ঙে যায়। আ’হত গাজী সাদেক বলেন, অ’ন্যায়ের প্র’তিবাদ করায় একটি সঙ্গবদ্ধ অ’পরা’ধী চ’ক্র আমার ওপর নি’র্মমভাবে হা’মলা

চালিয়েছে। ওই সিএনজিতে বি’পুল পরিমাণ অ’স্ত্রশ’স্ত্র ছিল বলে তাদের কথোপকথনে আমি বুঝতে পেরেছি। একজন পথচারী ভিডিও ধারণ না করলে তারা আমাকে মে’রে ফে’লত। ঘ’টনার বি’চার চেয়ে থা’নায় লিখিত অ’ভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। অভিযোগের ত’দন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিক জানান, হা’মলার ছোট একটি ভিডিও ক্লিপ তিনি পেয়েছেন। অ’পরা’ধীদের ধ’রতে অ’ভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

Visited 37 times, 1 visit(s) today