২ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ।
চুক্তিটির মেয়াদ ধ’রা হয়েছে ৬ মাস। লবিস্ট প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বি’চার বিভাগের কাছে তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান। ক্ষ’মতায় থাকাকালীন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অ’ভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি-জামায়াত।
৫ আগস্ট দেশ ছেড়ে ভা’রতে পা’লিয়ে যান শেখ হাসিনা। প’লাতক রয়েছেন আওয়ামী লীগের প্র’ভাবশালী অনেক নেতা। এছাড়া অনেকেই গ্রে’ফতার হয়ে জে’ল-হা’জতে রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করলেন শেখ হাসিনাপুত্র জয়।
চুক্তির ফাইলে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম। বিনিময়ে জয়কে খরচ করতে হবে দুই লাখ ডলার। গেল ১২ সেপ্টেম্বর চুক্তিটি হয়।