বিসিএসে বয়সসীমা উঠে গেলে যা যা হতে পারে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন চলছে। এমন দাবির মুখে সরকার যদি বয়সসীমা তুলেই দেয়, তাহলে বিসিএস পরীক্ষা নিয়ে কী ঘটতে পারে? অবসরে এসবই ভাবলেন বিশিষ্ট বিসিএস-ব্যর্থ তৌহিদুল ইসলাম

১. বিসিএস পরীক্ষার হলে অফিসের বড় কর্তার সঙ্গে দেখা হয়ে যেতে পারে অধস্তন কর্মীর। এতে একই পথের পথিক হিসেবে বড় কর্তার সঙ্গে কর্মীর তৈরি হতে পারে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যা পরে পদোন্নতিতে কাজে আসতে পারে। (উল্টোটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না!)

২. অফিসের কোন কোন কর্মী বিসিএস পরীক্ষা দিচ্ছেন, তা উদ্‌ঘাটন করতে গোয়েন্দাগিরিতে নামতে পারে মানবসম্পদ বিভাগ। যেসব কর্মী বিসিএস পরীক্ষায় বসবেন, তাঁদের নাম উঠে যেতে পারে কালোতালিকায়। বার্ষিক কর্মী মূল্যায়নে এই তথ্যই হতে পারে তুরুপের তাস।

৩. এত দিন যেসব মুরব্বি তরুণদের বিসিএস দেওয়ার পরামর্শ দিতেন, উল্টো তাঁদেরই পরামর্শ দিতে পারেন তরুণেরা।

৪. অফিসে অফিসে কর্মচারীদের ইউনিয়ন বা সমিতির মতো সংগঠন দানা বাঁধতে পারে। সেসবের নাম হতে পারে ‘আমরা বিসিএসপন্থী’, ‘বিসিএস আওয়ার গোল’, ‘বিসিএসপ্রত্যাশী ফোরাম’, ‘বিসিএসই শেষ ঠিকানা’ কিংবা ‘ভয় করি না মরণে, বিসিএসের স্মরণে’।

৬. বিসিএসের জন্য পড়াশোনার যথেষ্ট সময় না দিলে অফিসগুলোর বিরুদ্ধে নামতে পারেন কর্মীরা। সে ক্ষেত্রে ‘দুনিয়ার বিসিএসপ্রার্থী এক হও, লড়াই করো, বিসিএস জয় করো’—এমন স্লোগানে মিছিলও বের হতে পারে। ৭. বিসিএস পরীক্ষার হলে সন্তানের সঙ্গে দেখা হয়ে যেতে পারে মা কিংবা বাবার। বড় হয়েও বকুনি শুনতে হতে পারে পড়তে বসার জন্য। ৫. এসব সমিতি খোদ অফিসেই বিসিএস কোচিং সেন্টার খুলে বসতে পারে। অফিস বিরতি কিংবা শেষে চলতে পারে বিসিএসের পড়াশোনা।

Visited 881 times, 1 visit(s) today